ব্লক মার্কেটে লেনদেন ১৪ কোটি ৭১ লাখ টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৬ ১৫:৩৭:০৭


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৯টি কোম্পানির ১৪ কোটি ৭১ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের শেয়ার। কোম্পানিটির মোট ৭ কোটি ১৮ লাখ ২৫ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

লেনদেনে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইউনাটেড ইন্স্যুরেন্স। কোম্পানির ২ কোটি ২৩ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্র্যাক ব্যাংকের ৭৫ লাখ ৩০ হাজার, এক্সিম ব্যাংকের ৫৫ লাখ ১৪ হাজার, গ্লাক্সোস্মিথের ১ কোটি ২০ লাখ ৪৯ হাজার, সিঙ্গার বিডির ২২ লাখ ৪১ হাজার, এসকে স্ট্রিমসের ৪৭ লাখ, ইউনাটেড পাওয়ারের ১ কোটি ৬২ লাখ ৭৫ হাজার এবং ভিএফএস থ্রেট ডাংয়িং এর ৪৬ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস