
বিপিএলে সিলেট সির্ক্সাসের বিরুদ্ধে আফ্রিদির চার-ছক্কার ঝড় তোলা ৩৯ রানের ইনিংসটিই জেতালো কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। টি-২০ ম্যাচটি টি-২০ স্টাইলেই খেলেই দলকে জয়ের বন্দরে পৌছে দিলেন বুম বুম আফ্রিদি ।
তার চার-ছক্কার ঝড় তোলা ৩৯ রানের ইনিংসটিই জেতালো কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে। সিলেট সিক্সার্সকে ৪ উইকেটে হারিয়ে ষষ্ঠ আসরের প্রথম জয় তুলে নিলো তামিম-আফ্রিদিরা।
আজ অস্ট্রেলিয়ার দুই তারকা স্টিভেন স্মিথ ও ডেভিড ওয়ার্নারের প্রথম ম্যাচটি তুমুল প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছিল। কিন্তু টস হেরে ব্যাট করতে নামা ওয়ার্নারের দলের ব্যাটসম্যানদের ধীরগতির ব্যাটিংয়ে টি-২০'র কোনো আমেজই পাওয়া যাচ্ছিল না। ওয়ার্নার যেই ব্যাট চালানো শুরু করেন, ভুল বুঝাবুঝির জেরে রান আউট হয়ে সাজঘরে ফিরেন।
এর পরে নিকোলাস পুরান চার-ছক্কার ঝড় তুলে ২৬ বলে ৪১ রান করে। তার সুবাদেই সিলেটের সংগ্রহ ৮ উইকেটে ১২৭ রানে গিয়ে দাঁড়ায়।
কুমিল্লার হয়ে দুটি করে উইকেট শিকার করেছেন মেহেদী হাসান, মোহাম্মদ শহিদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।
১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নামে কুমিল্লা। তাদের ব্যাটিংয়েরও সেই একই হাল। তামিম ইকবাল, স্টিভেন স্মিথ বল টু বল রান করেন। শেষ পর্যায়ে ক্রিজে আসেন আফ্রিদি। টি-২০ ম্যাচের মজাটা দেন তিনি। শেষ মুহূর্তে যখন ২ বলে ২ রান প্রয়োজন ছিল। তখন স্ট্রাইকে থাকা আফ্রিদি বাউন্ডারি হাঁকিয়ে দলকে জয়ের আনন্দে ভাসান।
পাঁচটি বাউন্ডারি আর দুটি ছক্কায় ২৫ রানে ৩৯ রানের দুর্দান্ত একটি ইনিংস খেলেন আফ্রিদি। সর্বোচ্চ সংগ্রাহক ছিলেন তিনিই। এর পুরস্কারটাও পেয়ে যান সাথে সাথে। হন ম্যান অব দ্য ম্যাচ।