১৭০ রানের টার্গেট দিল রংপুর রাইর্ডাস

স্পোর্টস ডেস্ক আপডেট: ২০১৯-০১-০৬ ১৯:৪৩:৪৫


বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে নিয়ন্ত্রিত বোলিংয়ে রংপুর রাইডার্সকে চেপে ধরেছিল খুলনা টাইটানস।

কিন্তু রাইলি রোসোর অপরাজিত হাফসেঞ্চুরিতে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রংপুর। ৩ উইকেটে ১৬৯ রান করেছে তারা।

ইনিংসের চতুর্থ ওভারে উদ্বোধনী জুটি ভাঙেন খুলনার আমেরিকান পেসার আলী খান। ১৩ বল খেলে মেহেদী মারুফ ৫ রানে নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দেন।

সপ্তম ওভারে আরও একটি উইকেট হারিয়েছে রংপুর। বিপিএলের আরেক নতুন মুখ জহির খান অ্যালেক্স হেলসকে এলবিডাব্লিউ করেন ১৫ রানে।
ইংলিশ ব্যাটসম্যানের বিদায়ের পর রানের গতি আরও কমে যায় বর্তমান চ্যাম্পিয়নদের। ১৭ বলে ১৯ রান করে কার্লোস ব্র্যাথওয়েটের শিকার হন মোহাম্মদ মিঠুন।

রোসো একপ্রান্ত আগলে থাকলেও অন্য ব্যাটসম্যানদের সহায়তা পাননি। ৬৫ রানে ৩ উইকেট হারায় রংপুর। তবে রোসোকে উপযুক্ত সঙ্গ দেন রবি বোপারা।

চতুর্থ উইকেটে তাদের ১০৪ রানের জুটি দলকে এনে দেয় লড়াই করার মতো স্কোর।
রোসো ৭৬ রানে অপরাজিত ছিলেন। ৫২ বলে ৮ চার ও ২ ছয়ে সাজানো ছিল তার ইনিংস। বোপারা ২৯ বলে ৩ চার ও ১ ছয়ে খেলছিলেন ৪০ রানে। শেষ ৫ ওভারে ৬৭ রান তারা জমা করেন স্কোরবোর্ডে।