কয়লার খনি বন্ধের ঘোষনা স্পেনের
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-০৭ ১৪:২৬:৩৫
ইউরোপ-আমেরিকার দেশগুলো ক্রমেই কয়লা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। একের পর এক দেশে বন্ধ হয়ে যাচ্ছে লোকসানে থাকা কয়লা খনিগুলো। সর্বশেষ জার্মানির একমাত্র কয়লা খনিটির কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। এ তালিকায় এবার যুক্ত হচ্ছে স্পেনের নাম। চলতি বছরই দেশটি নিজস্ব খনিগুলো থেকে কয়লা উত্তোলন শূন্যে নামিয়ে আনার ঘোষণা দিয়েছে। এর মধ্য দিয়ে ২০১৯ সালের শেষ নাগাদ স্পেনের লোকসানে থাকা কয়লা খনিগুলো বন্ধ হয়ে যাবে। খবর স্পুটনিক নিউজ ও মাইনিংডটকম।
দেশটির সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছর স্পেনে মোট ২৬টি কয়লা খনির কার্যক্রম চালু রয়েছে। বছরের শেষ নাগাদ সব খনির উত্তোলন প্রক্রিয়া গুটিয়ে নেয়ার ঘোষণা দিয়েছে স্পেন সরকার। এর মধ্য দিয়ে স্পেনে নিজস্ব খনি থেকে কয়লা উত্তোলন শূন্যের কোটায় নেমে আসবে। ক্ষতিগ্রস্ত হবেন প্রায় দুই হাজার খনি শ্রমিক।
স্পেনের নিজস্ব খনিগুলো থেকে উত্তোলন করা কয়লার সবচেয়ে বড় ক্রেতা দেশটির বিদ্যুৎ কেন্দ্রগুলো। ২০২০ সাল পর্যন্ত এসব বিদ্যুৎ কেন্দ্রে প্রয়োজনীয় কয়লা রাশিয়া ও কলম্বিয়া থেকে আমদানির পরিকল্পনা হাতে নিয়েছে স্পেন সরকার। এরপর ধীরে ধীরে কয়লাভিত্তিক এসব কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদনে বিকল্প জ্বালানি ব্যবহার করা হবে।
জলবায়ু পরিবর্তনজনিত কারণে অন্যান্য পশ্চিমা দেশের মতো স্পেনেও জনসচেতনতা আগের তুলনায় বেড়েছে। এ কারণে জার্মানি, ফ্রান্স, ডেনমার্ক, ব্রিটেনসহ অনেক দেশ কয়লার বিকল্প জ্বালানি ব্যবহারের ওপর জোর দিয়েছে। স্পেন সরকারও কয়লার বিপরীতে সৌর ও বায়ু শক্তির ব্যবহার বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এ উদ্যোগের অংশ হিসেবেই চলতি বছরের মধ্যে নিজস্ব উৎস থেকে কয়লা উত্তোলন বন্ধ করছে স্পেন। আগামী বছর নাগাদ দেশটির কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো বিকল্প জ্বালানি ব্যবহার পুরোদমে শুরু করতে যাচ্ছে। এর মধ্য দিয়ে জ্বালানি খাতে কয়লার ব্যবহার শূন্যে নামিয়ে আনা দেশগুলোর তালিকায় আনুষ্ঠানিকভাবে নাম লেখাতে যাচ্ছে স্পেন।