লা লিগায় ২-০ গোলে হারলো রিয়াল

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৭ ১৪:৫৩:৪৩


লা লিগায় ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে রিয়াল সোসিয়াদের বিপক্ষে ২-০ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ। রিয়াল মাদ্রিদের দশ জনের দলের বিপক্ষে ১৫ বছর পর রিয়াল মাদ্রিদের মাঠে জয়ের স্বাদ পেলে রিয়াল সোসিয়াদ।

রিয়াল মাদ্রিদ ম্যাচের দ্বিতীয় মিনিটেই প্রথম ধাক্কা খায়। ডি বক্সের ভিতরে সোসিয়াদের মিডফিল্ডার মিকেলকে ফাউল করে বসেন মাদ্রিদের ব্রাজিলিয়ান মিডফিল্ডার ক্যাসেমিরো। আর রেফারি পেনাল্টির বাঁশি বাজান । এরপর¯পট কিক থেকে গোল করে ম্যাচে সোসিয়াদকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার উইলিয়ান জোসে। আর একসময় জোসে খেলেতেন রিয়াল মাদ্রিদ একাডেমির হয়ে। সোসিয়াদের জমাট ডিফেন্স তেমন কোন সুবিধাই করতে পারেনি লস ব্লাঙ্কোসরা।