টানা উত্থান শেষে সংশোধনে পুঁজিবাজার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৭ ১৫:১৭:০৩
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্য সংশোধন হয়েছে পুঁজিবাজারে। টানা ১১ কার্যদিবস উত্থান শেষে এদিন সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। সব ধরনের মূল্য সূচকের সাথে লেনদেনও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৬৫৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১২৮৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৬৩ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, দর কমেছে ১৯৯টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩টির। টাকার অংকে লেনদেন হয়েছে ৯৬৫ কোটি ৫৩ লাখ ৫৩ হাজার টাকা।
অপরদিকে দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৪৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৩০৯ পয়েন্টে।
সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৭৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৭টির, কমেছে ১৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির শেয়ার দর। দিনশেষে লেনদেন হয়েছে ৪১ কোটি ৭৮ লাখ টাকা ৮ হাজার টাকার।
সান বিডি/এসকেএস