শেয়ার দর পতনের শীর্ষে শ্যামপুর সুগার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৭ ১৬:৩৭:২৩
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর আগের দিনের চেয়ে ২ টাকা ৭০ পয়সা বা ৬.৯২ শতাংশ কমেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৩৬ টাকা ৩০ পয়সা বেচাকেনা হয়েছে।
তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ফেডারেল ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫০ পয়সা বা ৪.৫৯ শতাংশ কমেছে। কোম্পানিটি সর্বশেষ ১০ টাকা ৪০ পয়সা বেচাকেনা হয়েছে।
তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৫৮ টাকা ৯০ পয়সা বা ৫ টাকা ৬০ পয়সা কমেছে। কোম্পানিটি সর্বশেষ ৯৯৩ টাকা দরে বেচাকেনা হয়েছে।
পতন তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড এয়ারওয়েজ, ফার কেমিক্যাল, বেক্সিমকো সিনথেটিকস, আনলিমা ইয়ার্ন, বিডি ওয়েল্ডিং, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ও মুন্নু সিরামিক লিমিটেড।
সান বিডি/এসকেএস