ক্যালির্ফোনিয়ায় মর্যাদার্পূণ গোল্ডেন গ্লোব জিতলেন যারা

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৭ ১৯:৫৫:৪৩


যুক্তরাষ্ট্রের ক্যালির্ফোনিয়ায় বসেছিল বিশ্ব বিনোদনের অন্যতম মর্যাদাপূর্ণ পুরস্কার গোল্ডেন গ্লোবের ৭৬তম আসর। অভিনেত্রী সান্দ্রা এবং কমেডিয়ান অভিনেতা অ্যান্ডি স্যামবার্গ এর জমজমাট উপস্থাপনায় আসরটি দারুনভাবে জমে ওঠে।

এবারের আসরে ‘ভাইস’ ছবির জন্য সেরার পুরস্কার জিতেছেন রামি মালেক, গ্লেন ক্লোজ, ক্রিশ্চিয়ান বেল সহ অনেকে। ব্রাডলি কুপার ও লেডি গাগার আ স্টার ইন বর্ন প্রথমবার জিতল বেস্ট অরিজিনাল সং-এর পুরস্কার।

অন্যান্য বিভাগে যারা জিতেছেন গোল্ডেন গ্লোব:

সেরা অভিনেতা (ড্রামা) – রামি মালেক (বোহেমিয়ান রপসোডি)

সেরা পরিচালক (মোশন পিকচার) – আলফোনসো কুয়ারন (রোমা)

সেরা মোশন পিকচার (মিউজিক্যাল/কমেডি) – গ্রিন বুক

সেরা অভিনেত্রী (ড্রামা) – গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি) – অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট)

সেরা অভিনেতা (ড্রামা) – রামি মালেক (বোহেমিয়ান রপসোডি)

সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি) – ক্রিশ্চিয়ান বেল (ভাইস)

সেরা সহ অভিনেতা (মোশন পিকচার) – মাহেরশালা আলি (গ্রিন বুক)

সেরা সহ অভিনেত্রী (মোশন পিকচার) – রেজিনা কিং ( ইফ বেল স্ট্রিট কুড টক)

সেরা অভিনেত্রী (টিভি সিরিজ-ড্রামা) – সান্দ্রা ও, কিলিং ইভ

সেরা টিভি সিরিজ (মিউজিক্যাল/কমেডি) – দ্য কমিনস্কি মেথড (নেটফ্লিক্স)

সেরা অভিনেত্রী (টিভি সিরিজ/টিভির জন্য তৈরি মোশন পিরচার) – প্যাট্রিশিয়া আরকুয়েট (এসকেপ অ্যাট ডেনমোড়া)

সেরা অভিনেত্রী (টিভি সিরিজ, মিউজিক্যাল অথবা কমেডি) – র্যাচেল ব্রোসনাহান (দ্য মারভেলাস মিসেস মেইসেল)

সেরা অভিনেতা (টিভি সিরিজ/টিভির জন্য তৈরি মোশন পিরচার) – ড্যারেন ক্রিস (দ্য অ্যাসাসিনেশন অফ গিয়ানি ভারসেস: আমেরিকান ক্রাইম স্টোরি)

সেরা অভিনেতা (টিভি সিরিজ, ড্রামা) – রিচার্ড ম্যাডেন (বডিগার্ড)

সেরা অভিনেতা (টিভি সিরিজ, মিউজিক্যাল অথবা কমেডি) – মাইকেল ডগলাস (দ্য কমিনস্কি মেথড)

সেরা সহ অভিনেত্রী (টিভি সিরিজ/টিভির জন্য তৈরি মোশন পিরচার) – প্যাট্রিসিয়া ক্লার্কসন (শারপ অবডেক্টস)

সেরা সহ অভিনেত্রী (টিভি সিরিজ/টিভির জন্য তৈরি মোশন পিরচার) – বেন হুইশ (আ ভেরি ইংলিশ স্ক্যান্ডাল)

সেরা বিদেশি ভাষার মোশন পিকচার – রোমা (মেক্সিকো)

সেরা অ্যানিমেটেড মোশন পিকচার (স্পাইডারম্যান ইনটু দ্য স্পাইডার-ভার্স)

সেরা স্ক্রিনপ্লে (মোশন পিকচার) – পিটার ফেরেলি, নিক ভ্যালেলঙ্গা, ব্রায়ান কুরি (দ্য গ্রিন বুক)

সেরা অরিজিনাল সং (মোশন পিকচার) – শ্যালো (আ স্টার ইন বর্ন)

সেরা অরিজিনাল স্কোর (মোশন পিকচার) – জাস্টিন হারউইত্জ (ফার্স্ট ম্যান)

সেরা টিভি সিরিজ/টিভির জন্য তৈরি মোশন পিকচার (ড্রামা) – দ্য আমেরিকানস
Cecil B সম্মানে ভূষিত করে deMille পুরস্কার দেওয়া হয় জেফ ব্রিজকে। জনপ্রিয় টিভি শো-এর জন্য আজীবন সম্মননা পেয়েছেন ক্যারল বার্নেট।