পুঁজিবাজারের টাকা বিদেশ থেকে আনতে সুযোগ দেয়া হবে;আ হ ম মুস্তফা কামাল

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০১৯-০১-০৭ ২২:২২:৩৫


দায়িত্ব নেয়ার পরই পুঁজিবাজারের জন্য ভালো কথা বললেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, যারা এদেশের টাকা বিদেশে নিয়ে গেছে, তাদের টাকা ফেরত আনতে সুযোগ দেয়া হবে।

আজ সোমবার দায়িত্ব গ্রহণের পর  অর্থমন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলাপচারিতায় এই আশ্বাস দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মো. আসাদুল ইসলাম, বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক ড. এম খায়রুল হোসেন, আইডিআরএ’র চেয়ারম্যান মো. শফিকুর রহমান পাটোয়ারী, এনবিআরের চেয়ারম্যানসহ  আর্থিকপ্রতিষ্ঠান বিভাগের কর্মকর্তা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধানরা। তারা নতুন মন্ত্রীকে ফুল দিয়ে স্বাগত জানান।

অর্থমন্ত্রী বলেন, ‘পুঁজিবাজার একদিন দুই দিনের জন্য না, লোভে পড়ে এখানে আসা যাবে না। দীর্ঘ সময়ের জন্য এগুলো বিবেচনা করতে হবে, প্রশিক্ষিত বিনিয়োগকারীদের নিয়ে আসতে হবে।

তিনি বলেন,‘যারা এদেশ থেকে টাকা-পয়সা নিয়ে গেছেন, তাদের আবার এদেশে নিয়ে আসতে হবে, এমন সুযোগ করে দেয়া হবে। যাতে তারা ম্যাক্সিমাম লাভ করতে পারে।’

সানবিডি/গিয়াস