
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের পঞ্চম ম্যাচে নিজেদের প্রথম জয়ের খোঁজে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইটানস।(৮ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর সাড়ে ১২টায় মাঠে নামছে সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদের দল।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে ৮৩ রানের বড় জয় দিয়ে আসর শুরু করে সাকিবের ঢাকা ডায়নামাইটস। তবে নিজেদের প্রথম ম্যাচে মাশরাফি বিন মর্তুজার রংপুর রাইডার্সের কাছে ৮ রানে হেরেছে খুলনা।
তাই ঢাকার সামনে এ ম্যাচটি জয়ের ধারা বজায় রাখার। অন্যদিকে নিজেদের প্রথম জয়ের খোঁজে সর্বস্ব নিয়ে ঝাপিয়ে পড়বে খুলনা। এ ম্যাচে টসে হেরেও অখুশি নন ঢাকার অধিনায়ক সাকিব। বরং আগে ব্যাটিং করে বড় সংগ্রহ দাঁড় করানোর ইচ্ছের কথা জানিয়েছেন তিনি।