প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) উত্তোলিত অর্থ অপব্যবহারের কারনে প্যাসেফিক ডেনিমসের ৪ পরিচালককে ৩ লাখ টাকা করে জরিমানা করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড একচেঞ্জে কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, আইপিও অর্থ অপব্যবহারের কারনে প্যাসেফিক ডেনিমসের চেয়ারম্যান মো, শাহেদুল আলম (ইয়াসিন), ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আজম (মহসিন), পরিচালক মো. সোহেল খান, প্রতিনিধি পরিচালক এম. এ কামাল ভূঁইয়াকে ৩ লাখ টাকা করে জরিমানা করা হয়।
আইপিও অর্থ ব্যয় খতিয়ে দেখার জন্য কমিশন কোম্পানিটিতে নিরীক্ষক ম্যাবস এন্ড জে পার্টনার্সকে নিয়োগ দেয়। নিরীক্ষা পতিবেদনে বলা হয়, কোম্পানিটি আইপিও শর্তানুযায়ী ব্যাংকের ঋণ যথাযথভাবে পরিশোধ করেনি। আইপিও’র সম্মতিপত্রের শর্ত ভঙ্গ করে ৫৯ লাখ ১১ হাজার ৭৫৯ টাকা নগদ খরচ করেছে। এছাড়া ভবন নির্মাণে ২০ কোটি ৯৮ লাখ ৬ হাজার ৬২৫ টাকা খরচ দেখিয়েছে। সেইখানেও অনিয়ম করেছে। পাশাপাশি নিরীক্ষা প্রতিষ্ঠানকেও যথাযথ সাহায়তা করেনি কোম্পানিটি। তাই তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
সান বিডি/এসকেএস