সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)মূল্য সূচকের ব্যাপক উত্থানে লেনদেন শেষ হয়েছে। ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ১১৫ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭৭০ পয়েন্টে অবস্থান করছে। যা গত ৮ মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০১৮ সালের ৩০ এপ্রিল ডিএসইএক্স সূচকের অবস্থান ছিল ৫ হাজার ৭৩৯ পয়েন্টে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭৭০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩০৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০০১ পয়েন্টে।
ডিএসইতে লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৮টির, দর কমেছে ৮৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৩টির।
ডিএসইতে ১ হাজার ১০ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ৯৬৫ কোটি ৫৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন বেড়েছে ৪৪ কোটি ৪৯ লাখ টাকা ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৪০২ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭০৮ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৮০টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৮৮টির, কমেছে ৭২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির দর। আর ৭৩ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস