লেনদেনের শীর্ষে ব্রাক ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৮ ১৭:৩৭:৫৬
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্রাক ব্যাংক লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার কোম্পানিটির ২৯ লাখ ৬৩ হাজার ২৩ টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ২৩ কোটি ৮ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে জেএমআই সিরিঞ্জ। কোম্পানিটির ৫ লাখ ২০ হাজার ২৮০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ৫৫ লাখ ৪৬ হাজার টাকা।
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি তালিকার তৃতীয় স্থানে রয়েছে । কোম্পানিটির ৭৭ লাখ ৪৯ হাজার ৯৬২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২০ কোটি ৪ লাখ ৮৭ হাজার টাকা।
লেনদেনের শীর্ষে তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আলিফ ম্যানুফ্যাকচারিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ইউনাইটেড পাওয়ার, একটিভ ফাইন কেমিক্যালস, ইফাদ অটোস, বিবিএস কেবলস, ঢাকা ব্যাংক, সিটি ব্যাংক, গ্রামীন ফোন, বিডিকম অনলাইন, শাশা ডেনিমস, কনফিডেন্স সিমেন্ট, প্যারামাউন্ট টেক্সটাইল, ন্যাশনাল টিউবস, ড্রাগন সোয়েটার এন্ড স্পিনিং, সিভিও পেট্রোকেমিক্যাল ও মার্কেন্টাইল ব্যাংক।
সান বিডি/এসকেএস