শেয়ার দর পতনের শীর্ষে ডেল্টা স্পিনার্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-০৮ ১৭:৪৭:৩৪


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোমবার ডেল্টা স্পিনার্সের শেয়ার দর ছিল ৮.১০ টাকা। যা আজ লেনদেন শেষে দাঁড়িয়েছে ৭.৩০ টাকায়। এ হিসাবে শেয়ার দর কমেছে ০.৮ টাকা বা ৯.৮৮ শতাংশ।

মঙ্গলবার পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্টাইল ক্রাফটের ৭.৫০ শতাংশ, সমতা লেদারের ৬.৮৮ শতাংশ, জুট স্পিনার্সের ৬.৫৯ শতাংশ, তাল্লু স্পিনিংয়ের ৫.৩৩ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের ৪.৯২ শতাংশ, ইমাম বাটনের ৪.৫৫ শতাংশ, আলহাজ্ব টেক্সটাইলের ৪.৩৩ শতাংশ, বেক্সিমকো সিনথেটিকসের ৪.২১ শতাংশ এবং শ্যামপুর সুগার মিলের শেয়ারদর ৪.১১ শতাংশ কমেছে।

সান বিডি/এসকেএস