হন্ডুরাস মধ্য আমেরিকার দেশ। আর হন্ডুরাসে উৎপাদিত কৃষিপণ্যের মধ্যে অন্যতম কফি। চাহিদা পূরণের পর প্রতি বছর দেশটি থেকে উল্লেখযোগ্য পরিমাণ কফি রফতানি হয়। হন্ডুরাস মধ্য আমেরিকার শীর্ষ কফি রফতানিকারক দেশ। কিন্তু গত বছরে তার আগের বছরের তুলনায় ১৫ শতাংশ কমে গেছে।হন্ডুরাসের ন্যাশনাল কফি ইনস্টিটিউটের সর্বশেষ মাসভিত্তিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।সূত্র এগ্রিমানি
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ডিসেম্বরে হন্ডুরাস থেকে আন্তর্জাতিক বাজারে সব মিলিয়ে ৩ লাখ ৫৬ হাজার ৫৯৮ ব্যাগ (প্রতি ব্যাগে ৬০ কেজি) কফি রফতানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৫ শতাংশ কম। ২০১৭ সালের একই মাসে দেশটি থেকে আন্তর্জাতিক বাজারে মোট ৪ লাখ ২২ হাজার ১৪১ ব্যাগ কফি রফতানি হয়েছিল। সেই হিসাবে, এক বছরের ব্যবধানে দেশটি থেকে পানীয় পণ্যটির রফতানি কমেছে ৬৫ হাজার ৫৪৩ ব্যাগ। হন্ডুরামের পাহাড়ি অঞ্চলে উৎপাদিত কফি সংগ্রহে বিলম্ব হওয়ায় গত ডিসেম্বরে দেশটি থেকে পানীয় পণ্যটির রফতানিতে মন্দাভাব বজায় ছিল বলে প্রতিবেদনে জানানো হয়েছে। তবে চলতি ২০১৮-১৯ মৌসুমে দেশটিতে পানীয় পণ্যটির সম্মিলিত উৎপাদন আগের মৌসুমের তুলনায় ১৩ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।