
সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা স্পিনার্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, মঙ্গলবার ডেল্টা স্পিনার্সের শেয়ার দর ছিল ৭.৩০ টাকা। যা আজ লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬.৭০ টাকায়। এ হিসাবে শেয়ার দর কমেছে ০.৬ টাকা বা ৮.২২ শতাংশ।
বুধবার দর পতনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- স্টাইল ক্রাফটের ৭.৪৯ শতাংশ, মেঘনা পেট ইন্ডাস্ট্রিজের ৬.৯৩ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৬.৯১ শতাংশ, ইনফরমেশন সার্ভিসেসের ৬.৮০ শতাংশ, একটিভ ফাইনের ৫.৯৪ শতাংশ, জুট স্পিনার্সের ৫.৯০ শতাংশ, এপেক্স ফুডের ৫.৫৮ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৪.৬৫ শতাংশ এবং এসইএমএল আইবিবিএল ফান্ডের শেয়ারদর ৪.২৬ শতাংশ কমেছে।
সান বিডি/এসকেএস