শেয়ার দর বৃদ্ধির শীর্ষে ইউনাইটেড ইন্স্যুরেন্স

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০১-০৯ ১৭:৫৪:০১


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইউনাইটেড ইন্স্যুরেন্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ইউনাইটেড ইন্স্যুরেন্সের শেয়ার দর গতকাল ছিল ৩৯.১ টাকায়। বুধবার লেনদেন শেষে এর শেয়ার দর দাঁড়ায় ৪৩ টাকায়। অর্থাৎ আজ কোম্পানিটির শেয়ার দর ৩.৯ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৯.৯৬ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৯.৮২ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৯.৬৮ শতাংশ, বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টের ৯.৪৯ শতাংশ, বিডি ল্যাম্পসের ৮.৭১ শতাংশ, নর্দান জেনারেল ইন্স্যুরেন্সের ৭.৯০ শতাংশ, অ্যাটলাস বাংলাদেশের ৭.৮৬ শতাংশ, বিকন ফার্মাসিউটিক্যালসের ৭.০২ শতাংশ এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ৬.৯৫ শতাংশ বেড়েছে।

সান বিডি/এসকেএস