
মিশরীয় স্ট্রাইকার মোহাম্মেদ সালাহ টানা দ্বিতীয়বারের মত সেরা আফ্রিকান খেলোয়াড়ের খেতাব জিতলেন। ক্লাব ফুটবলে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুলের হয়ে খেলছেন ।
গত বছর অনুষ্ঠিত রাশিয়া বিশ্বকাপে মিশরকে মূলপর্বে নিতে গুরুত্বর্পূণ ভূমিকা রাখেন তিনি।এছাড়াও ক্লাব ফুটবলে দুর্দান্ত খেলে লিভারপুলকে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে নিয়ে যান।
এবার পুরস্কার জেতার দৌড়ে তিনি পিছনে ফেলেছেন লিভারপুলের সতীর্থ সেনেগাল মিডফিল্ডার সাদিও মানে এবং আর্সেনাল এবং গ্যাবন জাতীয় দলের স্ট্রাইকার পিয়রে-এমিরিক ওবামায়েংকে।
গতবারও এই দুইজনকে পিছনে ফেলে সেরা আফ্রিকান খেলোয়াড়ের খেতাব জেতেন।