চাল সংগ্রহে রেকর্ড করল ভারত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-১০ ১০:৫৬:১৬


খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা ও আপত্কালীন প্রয়োজন মেটানোর জন্য প্রত্যেকটি দেশ সরকারি উদ্যোগে শস্য সংগ্রহ করে মজুদ রাখে। ভারতও এর ব্যতিক্রম নয়। চলতি ২০১৮-১৯ মৌসুমে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত দেশটিতে সরকারি উদ্যোগে চাল সংগ্রহে রেকর্ড হয়েছে। এ সময় দেশটিতে খাদ্যপণ্যটির সংগ্রহ আগের তুলনায় বেড়ে ২৬০ লাখ টন ছাড়িয়ে গেছে। খবর ইকোনমিক টাইমস।

ফুড করপোরেশন অব ইন্ডিয়ার তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ মৌসুম শুরুর পর থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত ভারতজুড়ে কৃষকদের কাছ থেকে সরকারি উদ্যোগে সব মিলিয়ে ২৬৩ লাখ টন চাল সংগ্রহ করা হয়েছে। আগের মৌসুমের একই সময়ে দেশটিতে মোট ২৫৪ লাখ টন চাল সংগ্রহ হয়েছিল। সেই হিসাবে এক বছরের ব্যবধানে ভারতে সরকারি উদ্যোগে চাল সংগ্রহ বেড়েছে নয় লাখ টন।

২০১৮-১৯ মৌসুমে ভারতের পাঞ্জাব ও উত্তর প্রদেশ থেকে সবচেয়ে বেশি চাল সংগ্রহ হয়েছে। অন্ধ্র প্রদেশ ও পশ্চিমবঙ্গে আগামী জুন পর্যন্ত চাল সংগ্রহ কার্যক্রম চালু থাকবে।