বিক্রেতা সংকটে হল্টেড ৩ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১০ ১৩:০৫:২৮
ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দুই ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩ কোম্পানি। কোম্পানিগুলো হলো- সাভার রিফ্যাক্টরিজ, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স এবং ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে সাভার রিফ্যাক্টারিজের কোম্পানির ক্রেতার ঘরে ১৫ টি শেয়ার ১৫৮.৮০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় ১৫৮.৮০ টাকায়।
প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেনন্সের ক্রেতার ঘরে ১৬ হাজার ২৫৭টি শেয়ার ৬৭.৯০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় ৬৭.৯০ টাকায়।
ইনফরমেশন সার্ভিস নেটওয়ার্কস লিমিটেডের ক্রেতার ঘরে ৭ লাখ ৪৩ হাজার ১৬০টি শেয়ার ২১.৮০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। কোম্পানিটির সর্বশেষ লেনদেন হয় ২১.৮০ টাকায়।
সান বিডি/এসকেএস