১০০ উইকেটে কাটার মাস্টার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-১০ ১৩:১৪:০৮

বিপিএলে নতুন মাইলফলক স্পর্শ করেছেন টাইগার কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তৃতীয় বাংলাদেশি বোলার হিসেবে টি-২০ ক্রিকেটে একশ উইকেট শিকারের কীর্তি গড়েছেন তিনি।
বিপিএল শুরু করেছিলেন ৯৮ উইকেট নিয়ে। প্রথম ম্যাচে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে উইকেটের দেখা পাননি। নিজের ৭৮ তম টি-২০ ম্যাচে মাইলফলক থেকে দুই উইকেট দূরে ছিলেন।
রাজশাহী কিংসের হয়ে মাঠে নামা মোস্তাফিজের ৯৯তম শিকার হন খুলনার ওপেনার পল স্টার্লিং। এরপর নিজের শততম শিকারে পরিণত করেন মাহমুদউল্লাহকে। ইনিংসে ৪ ওভার বল করে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট তুলেন নেন কাটার মাস্টার।
মোস্তাফিজুর রহমানের ১০০ উইকেটের মধ্যে আন্তর্জাতিক উইকেট ৪৮ টি। ৭৮ ম্যাচে ১০০ উইকেট নেওয়া মুস্তাফিজুর রহমানের বোলিং গড় ২১.১০। এক ইনিংসে চার উইকেট দুইটি ও পাঁচ উইকেট রয়েছে একটি।
এর আগে বাংলাদেশের সাকিব আল হাসান এবং মাশরাফি বিন মুর্তজা টি-২০তে ১০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করেন। ২৮২ টি-২০ খেলা সাকিব আল হাসানের ঝুলিতে রয়েছে ৩২৫ উইকেট।
টি-২০ ক্রিকেটের চতুর্থ সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। ১২৩ উইকেট রয়েছে নড়াইল এক্সপ্রেসের। এ মাইলফলকের কাছাকাছি আছেন আরেক পেসার আল-আমিন হোসেন। তার উইকেট সংখ্যা ৯৮।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












