সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১০ ১৫:৩৪:১২


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। ডিএসইতে আগের দিনের চেয়ে লেনদেনও কমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৭৯৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩১৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক .৬৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০১১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, দর কমেছে ১৭৩টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২৫টির।

ডিএসইতে ৮৯৭ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যার পরিমাণ আগের দিন ছিল ১ হাজার ২৫ কোটি ৭৪ লাখ টাকা। এ হিসাবে লেনদেন কমেছে ১২৮ কোটি ১৬ লাখ টাকা বা ১২ শতাংশ।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৭৬৬ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৬৪টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৭টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তীত রয়েছে ১৭টির দর। আর ৩৩ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস