৪৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষ্যে শনিবার বেলা ১১টায় খুলনার ফুলতলায় বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সমবায় কার্যালয় ও সমবায়ীদের আয়োজনে উপজেলা অডিটরিয়ামে মোঃ আসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন।
বিশেষ অতিথি ছিলেন ইউএনও লুলু বিলকিস বানু, মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন্নাহার কুমকুম, কৃষিবিদ দেবানন্দ বিশ্বাস। স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মুকুন্দ বিশ্বাস।
অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমবায়ী তাপস কুমার বিশ্বাস, মাহফুজুর রহমান, কবির জমাদ্দার, অহিদুজ্জামান নান্না, শামসুল আলম খোকন, মোঃ সেকেন্দার আলী রাজু, জিয়াউল হক, সহকারী সমবায় কর্মকর্তা মোঃ লায়েক উদ্দিন মোল্যা, আখতারুজ্জামান, মোল্যা মোস্তফা কামাল, শেখ মাহাবুব হোসেন, মোঃ মিজানুর রহমান, এনামুল কবির সরদার, আবিদ শ্রাবণ, মঞ্জুর হাসান, ফয়সাল আমিন অপু, রাসেল কবির, সোহেল রানা বাবু, রমজান মোল্যা, জবেদ আলী প্রমুখ।
এর আগে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করেন।