সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, শেয়ারটির দর বেড়েছে ৬ টাকা ১০ পয়সা বা ৯.৮৭ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৬৭ টাকা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ৫৩৪ বারে ১১ লাখ ৪৬ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৭৬ লাখ টাকা।
দর বৃদ্ধি তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড। কোম্পানিটির দর বেড়েছে ১ টাকা ৯০ পয়সা বা ৯.৬৯ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২১ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।
কোম্পানিটি এক হাজার ৬৭৫ বারে ৪৯ লাখ ৩১ হাজার ৩৬৪টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১০ কোটি ১৯ লাখ টাকা।
এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ২ টাকা ১০ পয়সা বা ৯.১৩ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ২৫ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
কোম্পানিটি ৪৮৮ বারে ৫ লাখ ৯ হাজার শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য এক কোটি ২৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- মুন্নু সিরামিক, অগ্রণী ইন্স্যুরেন্স, সোনালী আঁশ, ফেডারেল ইন্স্যুরেন্স, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল, শেপার্ড ইন্ডাস্ট্রিজ ও আল-হাজ্ব টেক্সটাইল লিমিটেড।
সান বিডি/এসকেএস