সপ্তাহজুড়ে ব্লক মার্কেটে লেনদেন ৪২ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১২ ১৪:২২:৩৫


বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ২৯টি কোম্পানির মোট ৪২ কোটি ৯২ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে প্যারামাউন্ট টেক্সটাইলের। কোম্পানিটির ৮ কোটি ১৬ লাখ টাকার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৬৩ লাখ ৬৮ হাজার টাকার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের এবং তৃতীয় সর্বোচ্চ ৪ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের।

এছাড়া আলহাজ্ব টেক্সটাইলের ৫ লাখ টাকার, কনফিডেন্স সিমেন্টের ৪ কোটি ৭২ লাখ ৫০ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৬ লাখ ৭৫ হাজার টাকার, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ৪১ লাখ ১৫ হাজার টাকার, সিমটেক্সের ৩ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকার, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৭৪ লাখ টাকার, উত্তরা ব্যাংকের ৬২ লাখ টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ১ কোটি ১৯ লাখ ১০ হাজার টাকার, ইউনাইটেড পাওয়ারের ২ কোটি ৩০ লাখ ৭৭ হাজার টাকার, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ১৩ লাখ ১০ হাজার টাকার, গ্ল্যাক্সোস্মিথক্লাইনের ১ কোটি ২০ লাখ ৪৯ হাজার টাকার, সিঙ্গারের ২২ লাখ ৪১ হাজার টাকার, এসকে ট্রিমসের ৪৭ লাখ টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৪৬ লাখ ৮০ হাজার টাকার, বিকন ফার্মার ২২ লাখ ৪৭ হাজার টাকার, ট্রাস্ট ব্যাংকের ৫ লাখ ২ হাজার টাকার, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৩ কোটি ২৩ লাখ ১০ হাজার টাকার, অ্যাডভেন্ট ফার্মার ২৩ লাখ ২৪ হাজার টাকার, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩ কোটি ৬ লাখ ২০ হাজার টাকার, সুহৃদের ৮১ লাখ ৩৫ হাজার টাকার, আলিফ ইন্ডাস্ট্রিজের ৭ লাখ টাকার, সিভিও পেট্রোকেমিক্যালের ৫ লাখ টাকার, ফু-ওয়াং ফুডসের ১৩ লাখ ২০ হাজার টাকার, নর্দার্ণ জুটের ৮ লাখ ৯৬ হাজার টাকার, এক্সিম ব্যাংকের ৫৫ লাখ ১৪ হাজার টাকার এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৭৫ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস