সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বিবিএস ক্যাবলস
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১২ ১৪:২৬:১২
বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বিবিএস ক্যাবলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে বিবিএস ক্যাবলসের ১২৫ কোটি ৫৮ লাখ ৪৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। ওই সময় কোম্পানির ১ কোটি ১৪ লাখ ৬৭ হাজার ৪৭৬টি শেয়ার এই দরে লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের মোট লেনদেনের ২.৬০ শতাংশ।
ডিএসইতে সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ১১০ কোটি ৫৮ লাখ টাকা, ব্র্যাক ব্যাংকের ১০৪ কোটি ৫৪ লাখ টাকা, বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানির ৯২ কোটি ৫৪ লাখ টাকা, জেএমআই সিরিঞ্জের ৯১ কোটি ৩০ লাখ টাকা, প্যারামাউন্ট টেক্সটাইলের ৮৫ কোটি ২৯ লাখ টাকা, একটিভ ফাইন কেমিক্যালসের ৮১ কোটি ২০ লাখ টাকা, সিঙ্গার বাংলাদেশের ৭৬ কোটি ৯৫ লাখ টাকা, খুলনা পাওয়ারের ৬৬ কোটি ৩১ লাখ টাকা ও ড্রাগন সোয়েটারের ৬৬ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস