
বিপিএলে আজকের দিনের প্রথম ম্যাচে চিটাগংকে ১৫২ রানের টার্গেট দিয়েছে খুলনা টাইটানস। প্রথম টসে জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান চিটাগং অধিনায়ক মুশফিকুর রহিম। ওপেনার পল স্টার্লিং এবং জুনায়েদ সিদ্দিকী ভাল শুরু এনে দেন খুলনায় হয়ে।
দুই ওপেনার আউট হয়ে গেলে তৃতীয় উইকেট জুটিতে ইনিংসের হাল ধরেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ এবং ডিজে মালান। চিটাগংয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেনি খুলনার কোন ব্যাটসম্যান। খুলনার হয়ে সর্বোচ্চ ৪৫ রান করেন ইংলিশ ব্যাটসমান মালান। চিটাগাংয়ের হয়ে দুইটি উইকেট নেন সানজামুল ইসলাম। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ডায়নামাইটস এবং সিলেট সিক্সার্স।
সংক্ষিপ্ত স্কোর
খুলনা টাইটানস: ১৫১/৬ (২০)। মালান ৪৫, মাহমুদুল্লাহ রিয়াদ ৩৩ । সানজামুল ইসলাম ২/৩৭, নাইম হাসান ১/১৬।