‘সমবায় উদ্যোক্তা সৃষ্টির মাধ্যমে টেকসই উন্নয়ন’’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে ৪৪তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। জাতীয় সমবায় দিবস উদযাপন কমিটি নড়াইলের উদ্যোগে শনিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সদর উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। এসময় জাতীয় ও সমবায় পতাকা উত্তোলণ করা হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সদর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার নিলুফা ইয়াসমিনের সভাপতিত্বে বক্তৃতা করেন সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নাছিমা খাতুন, জেলা সমবায় অফিসার (চঃদাঃ) মোঃ মোমেন হোসেন ভূইয়া, নেজারত ডেপুটি কালেক্টরেট (এনডিসি) এএফএম আবু সুফিয়ান, জেলা সমবায় সমিতির সভাপতি অ্যাডভোকেট হেমায়েত উল্লাহ হিরু, জেলা সমবায় অফিসের উপ-সহকারী নিবন্ধন আ.স.ম. আব্দুর রশীদ, বঙ্গবন্ধু হকার্স মার্কেট সমবায় সমিতির সভাপতি শেখ সাইফুল ইসলাম টুকু, ইজিবাইক সমবায় সমিতির সাবেক সভাপতি মাসুম জমাদ্দার প্রমুখ। কর্মসূচিতে সমবায় অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশগ্রহণ করেন।