সালাহর একমাত্র গোলে লিভারপুলের জয়
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৩ ১৪:৫৮:০৭

ইংলিশ প্রিমিয়ার লীগে মোহাম্মদ সালাহর পেনাল্টি থেকে করা একমাত্র গোলে ব্রাইটন অ্যান্ড হোভ আলবিয়নের বিপক্ষে ১-০ ব্যবধানে জয় পায় লিভারপুল। শনিবার রাতে ব্রাইটনের ঘরের মাঠে প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোন দলই। যদিও ম্যাচে ৭১ শতাংশ বল দখলে রেখে ম্যাচে এগিয়ে ছিলেন ক্লপের শিষ্যরা।
ম্যাচের ৫০তম মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। ব্রাইটন ডিফেন্ডার পাসকল গ্রব ডিবক্সের ভিতরে পেছন থেকে ফেলে দেন সালাহকে। রেফারি পেনাল্টির বাঁশি বাজান। পেনাল্টি থেকে জয়সূচক গোল করেন লিভারপুলের এই মিশরীয় স্ট্রাইকার।
এই জয়ের ফলে ২২ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট সংগ্রহ করে তালিকার শীর্ষে লিভারপুল। এক ম্যাচ খেলে ৫০ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ম্যানচেস্টার সিটি। ২৬ পয়েন্ট নিয়ে তালিকার ১৩তম অবস্থানে আছে ব্রাইটন ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












