ব্লক মার্কেটে লেনদেন ১০ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৩ ১৫:৪৯:২৫
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে ১৩টি কোম্পানির ১০ কোটি ৯৪ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ২২ লাখ ৪৫ হাজার ৩৪টি শেয়ার ৪২ বার হাত বদল হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে ড্যাফোডিল কম্পিউটার্সের। কোম্পানিটির ৩ কোটি ৮৫ লাখ ১১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ ২ কোটি ৫৪ লাখ ৬০ হাজার টাকার ইউনাইটেড ইন্স্যুরেন্সের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে ফনিক্স ইন্স্যুরেন্সের।
বিবিএস কেবলসের ৫৬ লাখ টাকার, সিটি ব্যাংকের ৬ লাখ ৪৭ হাজার টাকার, ইনটেকের ৭ লাখ ১০ হাজার টাকার, জেএমআই সিরিঞ্জের ২১ লাখ ১৩ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৬ লাখ ৬৫ হাজার টাকার, লিগ্যাসি ফুটওয়্যারের ২৬ লাখ ৮ হাজার টাকার, মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের ৫ লাখ ১ হাজার টাকার, রিপাবলিক ইন্স্যুরেন্সের ৭ লাখ ৫০ হাজার টাকার, স্যোসাল ইসলামী ব্যাংকের ৭ লাখ ১৪ হাজার টাকার এবং ভিএফএস থ্রেড ডাইংয়ের ১ কোটি ১১ লাখ ৬৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস