রংপুরকে ১৩৬ রানের টার্গেট দিলো রাজশাহী কিংস

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৩ ১৫:৫৩:৩৭


তিন ম্যাচের মাত্র একটিতে জয়। দ্বিতীয় জয়ের লক্ষ্যে মেহেদী হাসান মিরাজের রাজশাহী কিংস এবার মুখোমুখি মাশরাফির রংপুর রাইডার্সের। মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে রংপুর রাইডার্সকে মাত্র ১৩৬ রানের লক্ষ্য বেধে দিতে সক্ষম হয়েছে রাজশাহীর দলটি।

তরুণ উইকেটরক্ষক ব্যাটসম্যান জাকির হাসান কিছুটা প্রতিরোধ করে না দাঁড়ালে রাজশাহীর রান ১০০ কোটায় গিয়ে হয়তো থেমে যেতো। ৩৬ বলে ৪২ রান করে অপরাজিত থাকেন জাকির হাসান। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৫ রান করতে সক্ষম হয় রাজশাহী।