সৃজনশীল নাট্যচর্চায় একত্রিত হই এই শ্লোগানকে সামনে রেখে ঐতিহ্যবাহী নটরডেম নাট্য দলের ৩ দিনব্যাপী নাট্য উৎসব ও কর্মশালা শেষ হয়েছে। শনিবার তৃতীয় বা সমাপনী দিন আবৃত্তি-অভিনয় প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর পাশাপাশি তারকা শিল্পীদের অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় নটর ডেম কলেজ।
সকাল ৮টায় একক অভিনয় প্রতিযোগিতার মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানমালার। প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত প্রতিযোগিরা মঞ্চে অভিনয় করেন। এর পর একে একে আবৃত্তি এবং তাৎক্ষণিক অভিনয় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার মাঝের বিরতিতে প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সঠিক উওরদাতাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে তাজবীর সজীব এবং গোলাম জাকারিয়ার সঞ্চালনা বাড়তি আনন্দ এনে দেয়।
[caption id="attachment_5500" align="aligncenter" width="960"] অনুষ্ঠানে তারকা শিল্পীদের সাথে অংশগ্রহণকারীদের একাংশ[/caption]
অনুষ্ঠানে নাট্যদলের স্লাইড শো প্রদর্শিত হয়। যার মাধ্যমে নটর ডেম নট্যদলের এবং নটর ডেম কলেজ সম্পর্কিত বিভিন্ন তথ্য শিক্ষার্থীরা জানতে পারে। নাট্যকর্মশালা ও উৎসবে এসে বিকালের সোনালী সূর্যে সোনা রং এনে দেন কৌতুক শিল্পী আবু হেনা রনি।তিনি কৌতুক পরিবেশন করেন এবং সবার অনুরোধে একটি গান গেয়ে শোনান। অনুষ্ঠানের শেষাংশে নটর ডেম নাট্যদল রেম্প শো প্রদর্শন করে। নাট্যদলের আজীবন সদস্য ও সাবেক সভাপতি রাশিক আহনাফ রাফি গান পরিবেশন করেন। অনুষ্ঠানে সর্বশেষে নাট্যদলের কার্যনির্বাহী কমিটি ২০১৫-১৬ ঘোষনা করা হয়।
সপ্তম জাতীয় নাট্যকর্মশালা ও উৎসবে সেরা বালক মনোনীত হন নটর ডেম কলেজেরশিক্ষার্থী আব্দুল্লাহ আল বুখারী এবং সেরা বালিকা মনোনীত হন আইডিয়াল স্কুল & কলেজের শিক্ষার্থী সৈয়দা মাহ্ফুজা মিষ্টি। কর্মশালায় অংশগ্রহণকারী সকলেরর হাতে সার্টিফিকেট তুলে দেন নটরডেম কলেজের অধ্যক্ষ ড. ফাদার হেমন্ত পিউস রোজারিও সি এস সি। উল্লখ্য নটর ডেম নাট্যদল
২০০৯ সাল থেকে জাতীয় নাট্যকর্মশালা ও উৎসব আয়োজন করে আসছে।