শেয়ার দর পতনের শীর্ষে দুলামিয়া কটন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৩ ১৮:০৪:৫০
সপ্তাহের প্রথম দিন কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে দুলামিয়া কটন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৫.২১শতাংশ কমেছে। শেয়ারটি সর্বশেষ ৩২ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়। এদিন কোম্পানিটি ২৫ বারে ৬ হাজার ৯৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ লাখ ২৮ হাজার টাকা।
ডিএসইতে দর পতনের তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ফার্স্ট ফিন্যান্স লিমিটেডের ৫.১২শতাংশ, ইসলমি ইন্স্যুরেন্সের ৩.৯২শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৩.৮৬শতাংশ , বেঙ্গল উইন্ডসের ৩.৪৪ শতাংশ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্টের ৩.১২শতাংশ, বিচ হ্যাচারির ২.৯৪ শতাংশ, রিলায়েন্স ওয়ানের ২.৮৮ শতাংশ, ফারইস্ট ফিন্যান্সের ২.৮৫ শতাংশ ও ইউনাইটেড এয়ারওয়েজের ২.৮৫ শতাংশ শেয়ার দর কমেছে।
সান বিডি/এসকেএস