টেকনাফের নাফ নদীর জালিয়ার দিয়া থেকে ৬০ হাজার ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) সদস্যরা।
বুধবার ভোর সাড়ে ৪টার দিকে টেকনাফস্থ বিজিবি ৪২ ব্যাটালিয়নের দমদমিয়া বিওপি সদস্যরা নাফ নদীর জালিয়ার দিয়া থেকে এসব ইয়াবা উদ্ধার করে।
টেকনাফস্থ বিজিবি ৪২ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবদুল হান্নান খান জানান, মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার চালান আসার গোপন সংবাদ পান বিজিবি সদস্যরা। এ সংবাদে বিজিবি সদস্যরা নাফ নদীর জালিয়ার দিয়ায় অভিযান চালায়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। ওই বস্তাটি উদ্ধার করে ৬০ হাজার ইয়াবা পাওয়া যায়।
উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১ কোটি ৮০ লাখ টাকা। উদ্ধার ইয়াবা বিজিবি টেকনাফস্থ সদর দপ্তরে জমা রাখা হয়েছে।