হল্টেড ৫ কোম্পানি
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৪ ১৪:১৮:৫৬
ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) লেনদেনের দেড় ঘন্টায় বিক্রেতার সংকটে হল্টেড হয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৫ কোম্পানি।
কোম্পানিগুলো হলো- উসমানিয়া গ্লাস থার্মোপ্লাস্টিক, সোনারবাংলা ইন্স্যুরেন্স, এমারাল্ড অয়েল, অগ্রণী ইন্স্যুরেন্স এবং জেমিনি সী ফুড লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দুপুর ১২টার দিকে উসমানিয়া গ্লাসের ক্রেতার ঘরে ১ লাখ ২০ হাজার ৩৮৩টি শেয়ার ১২৭.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৯৪ শতাংশ বা ১১.৫০ টাকা বেড়ে সর্বশেষ ১২৭.১০ টাকায় লেনদেন হয়।
সোনারবাংলা ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৩৩ লাখ ৮৬ হাজার ২১৪টি শেয়ার ২১.২০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৮৪ শতাংশ বা ১.৯০ টাকা বেড়ে সর্বশেষ ২১.২০ টাকায় লেনদেন হয়।
এমারাল্ড অয়েলের ক্রেতার ঘরে ৩৫ হাজার ৮০২টি শেয়ার ২৬.২০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। আলোচিত সময় কোম্পানির শেয়ার দর ৯.৬২ শতাংশ বা ২.৩০ টাকা বেড়ে সর্বশেষ ২৬.২০ টাকায় লেনদেন হয়।
অগ্রণী ইন্স্যুরেন্সের ক্রেতার ঘরে ৯ লাখ ৫ হাজার ৮০১টি শেয়ার ২৫.১০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৯.৬০ শতাংশ বা ২.২০ টাকা বেড়ে সর্বশেষ ২৫.১০ টাকায় লেনদেন হয়।
জেমিনি সী ফুডের ক্রেতার ঘরে ৩২ হাজার ৪৭২টি শেয়ার ৩৬৫.৫০ টাকায় কেনার আবেদন থাকলেও বিক্রয়ের ঘরে কাউকে দেখা যায়নি। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর ৮.৭৪ শতাংশ বা ২৯.৯০ টাকা বেড়ে সর্বশেষ ৩৬৫.৫০ টাকায় লেনদেন হয়।
সান বিডি/এসকেএস