ডিএসইতে ১৪ মাসের মধ্যে সর্বোচ্চ লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৪ ১৬:০০:১৪


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার  সূচকের পতনে শেষ হয়েছে পুঁজিবাজারের লেনদেন। তবে এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন ১৪ মাসের মধ্যে সবচেয়ে বেশি হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইতে ১ হাজার ১৪৬ কোটি ৩২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর আগে সর্বশেষ ডিএসইর লেনদেন ২০১৭ সালের ২০ নভেম্বর আজকের চেয়ে বেশি হয়েছিল। ওই দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৫৮ কোটি টাকার।

দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৩৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২৬ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২০২৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ২০২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৮৭ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৫টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯৯টির, কমেছে ১৫৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর। আর ৩৬ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস