ব্লক মার্কেটে লেনদেন ১৪ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০১-১৪ ১৬:০৯:৫৯


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৬টি কোম্পানির ১৪ কোটি টাকার লেনদেন হয়েছে । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ডিএসইর ব্লক মার্কেটে ১৪ কোটি ২৯ লাখ ২৩ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোটি ১৪ লাখ ৭৬ হাজার ৬৮৪টি শেয়ার ২২ বারে হাত বদল হয়েছে।

কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে স্কয়ার ফার্মার। কোম্পানিটির মোট ৪ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বেোচ্চ ২ কোটি ৩৮ লাখ ৫০ হাজার টাকার লেনদেন হয়েছে সিঙ্গার বিডির এবং তৃতীয় সর্বোচ্চ ১ কোটি ৬৪ লাখ ৮০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।

এছাড়া কনফিডেন্স সিমেন্টের ৫৭ লাখ ২৬ হাজার টাকার, গ্ল্যাক্সোস্মিথ ক্লাইনের ২৮ লাখ ৩০ হাজার টাকার, যমুনা ব্যাংকের ১ কোটি ৪ লাখ ৫০ হাজার টাকার, খুলনা পাওয়ারের ৩৫ লাখ টাকার, অলিম্পিকের ১ কোটি ৩৫ লাখ টাকার, প্যারামাউন্ট টেক্সটাইলের ১৭ লাখ টাকার, শাহজালাল ইসলামী ব্যাংকের ৫ লাখ ১৪ হাজার টাকার, শাশা ডেনিমসের ৫ লাখ ৪১ হাজার টাকার, সিমটেক্সের ২৯ লাখ ৭০ হাজার টাকার, ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৯০ লাখ টাকার, ভিএফএস থ্রেড ডাইংয়ের ৫ লাখ ২৬ হাজার টাকার এবং ওয়াটা কেমিক্যালের ৭ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস