এসএস স্টিলের লেনদেন বৃহস্পতিবার
পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০১-১৬ ১৯:১৮:৪৪
সম্প্রতি বিনিয়োগকারীদের বেনিফিশিয়ারি ওনার্স (বিও) হিসাবে শেয়ার জমা হওয়া এসএস স্টিলের লেনদেন শুরুর তারিখ ১৭ জানুয়ারি (বৃহস্পতিবার)।
নাম প্রকাশে অনিচ্ছুক কোম্পানির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চিঠি পাওয়া সাপেক্ষে বিষয়টি চূড়ান্ত হবে বলে জানান তিনি।
সূত্র মতে, এসএস স্টিলের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) বরাদ্ধ পাওয়া শেয়ার গত বছরের ২৩ ডিসেম্বর বিনিয়োগকারীদের বিও হিসেবে জমা হয়েছে। সাধারণত শেয়ার জমা হওয়ার কিছু দিনের মধ্যে দেশের দুই স্টক এক্সচেঞ্জে লেনদেন শুরু হয়। এই কোম্পানির শেয়ার বিও হিসেবে জমা হওয়ার ২০ দিন পার হওয়ার পরও লেনদেন শুরু হয়নি।
বিষয়টি নিয়ে ডিএসই বলছে, নির্বাচনের কারণে একটু বিলম্ব হয়েছে। তবে লেনদেন শুরুর বিষয়ে আগামীকাল রোববার সিদ্ধান্ত হতে পারে।
এর আগে গত ২৯ নভেম্বর মতিঝিলের এজিবি কলনি কমিউনিটি সেন্টারে কোম্পানির আইপিও লটারির ড্র অনুষ্ঠিত হয়। এর আগে গত ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত কোম্পানির আইপিও চাঁদা গ্রহণ চলে।
গত ১৭ জুলাই বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কোম্পানিটিকে ১০ টাকা ইস্যু মূল্যের ২ দশমিক ৫০ কোটি সাধারণ শেয়ার আইপিও এর মাধ্যমে ইস্যু করার অনুমতি দেয়।
আইপিওর মাধ্যমে ২৫ কোটি টাকা উত্তোলন করবে প্রতিষ্ঠানটি। এই টাকা দিয়ে যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় এবং স্থাপন, ভবন নির্মাণ এবং আইপিও বাবদ খরচ করবে।
৩০ জুন ২০১৭ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী সম্পদ মূল্যালন না করে প্রকৃত সম্পদ মূল্য(এনএভি) হয়েছে ১২ টাকা। আর সম্পদ মূল্যায়ন করে এনএভি হয়েছে ১৫ টাকা ৩৫ পয়সা। শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ২০ পয়সা।
আর ভারিত গড় হারে শেয়ার প্রতি ওয়েটেড এভারেজ হয়েছে ৮২ পয়সা। কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
সান বিডি/এসকেএস