শেয়ার দর বৃদ্ধির কারণ জানে না ২ কোম্পানি

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৫ ১৪:২৪:২৬


পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনার বাংলা ইন্স্যুরেন্স ও রেনউইক যজ্ঞেশ্বর কর্তৃপক্ষ শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জেকে (ডিএসই) জানিয়েছে ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর গত ৬ জানুয়ারি ছিল ১৬.১০ টাকায়। আর ১৪ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ২১.২০ টাকায়। অর্থাৎ ৫ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৫.১০ টাকা বা ৩২ শতাংশ বেড়েছে এবং রেনউইক যজ্ঞেশ্বরের শেয়ার দর গত ১৭ ডিসেম্বর ছিল ৮২৩ টাকায়। আর ৬ জানুয়ারি কোম্পানিটির শেয়ার দর দাঁড়ায় ১০৫১.৯০ টাকায়। অর্থাৎ ১১ কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ২২৮.৯০ টাকা বা ২৮ শতাংশ বেড়েছে। তবে পরবর্তী ৬ কার্যদিবসের ৫ কার্যদিবসই কোম্পানিটির শেয়ার দর কমেছে। এ সময়ে কোম্পানিটির শেয়ার দর কমেছে ৯৭.৫০ টাকা।

কোম্পানি ২টির শেয়ার দর এভাবে বাড়াকে অস্বাভাবিক বলছে ডিএসই। এর কারণ জানাতে কোম্পানি ২টিকে নোটিশ পাঠানো হয়েছে। কিন্তু নোটিশের জবাবে ডিএসইকে কোম্পানি ২টির পক্ষ থেকে জানানো হয়েছে, এ জন্য তাদের কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

সান বিডি/এসকেএস