সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়ে ৫ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান করছে। যা বিগত ৯ মাসের মধ্যে সর্বোচ্চ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইর ডিএসইএক্স ২৭ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৮৬৩ পয়েন্টে অবস্থান করছে। যা ৯ মাস ৫ দিন বা ১৮৫ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে সর্বশেষ ডিএসইর ডিএসইএক্স সূচক ২০১৮ সালের ৯ এপ্রিল আজকের চেয়ে বেশি ছিল। ওই দিন ডিএসইএক্স ছিল ৫ হাজার ৮৭৯ পয়েন্ট।
দিন শেষে ডিএসইর ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.৪৬ শতাংশ বা ২৭.০৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫৮৬৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৩০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২০২৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩৪৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৯টির, কমেছে ১৪৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির শেয়ার দর। আর দিনশেষে লেনদেন হয়েছে ১ হাজার ১৩৯ কোটি ৩১ লাখ ৮৯ হাজার টাকা।
অপরদিকে দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএসইএক্স ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০ হাজার ৮৪৭ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ২৭৭টি কোম্পানির ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১টির, কমেছে ১১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪১ কোটি ৫৪ লাখ ৪৪ হাজার টাকা।
সান বিডি/এসকেএস