ব্লক মার্কেটে লেনদেন ১৩ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০১৯-০১-১৫ ১৬:১৬:৫৫
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ১৩টি প্রতিষ্ঠানের ১৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ডিএসইর ব্লক মার্কেটে কোম্পানিগুলোর ১৩ কোটি ২৬ লাখ ২১ হাজার টাকার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২২ লাখ ৬৩ হাজার শেয়ার ১৯ বারে হাত বদল হয়েছে। আগের দিন ব্লক মার্কেটে ১৪ কোটি ২৯ লাখ ২৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি টাকার শেয়ার লেনদেন হয়েছে লাফার্জহোলসিমের। কোম্পানিটির মোট ৫ কোটি ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় সর্বেোচ্চ ২ কোটি ৭৫ লাখ টাকার লেনদেন হয়েছে অলিম্পিকের এবং তৃতীয় সর্বোচ্চ ২ কোটি ৮ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে ব্র্যাক ব্যাংকের।
এছাড়া অগ্রণী ইন্স্যুরেন্সের ১৩ লাখ ৫০ হাজার টাকার, বেক্সিমকোর ১৮ লাখ ৮৭ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ১৯ লাখ ১০ হাজার টাকার, ড্যাফোডিল কম্পিউটার্সের ৯৬ লাখ টাকার, ইবনে সিনার ৬৫ লাখ ৫২ হাজার টাকার, ইসলামিক ফাইন্যান্সের ৫ লাখ ১২ হাজার টাকার, এমএল ডাইংয়ের ১৮ লাখ ৭৫ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ২১ লাখ ৬৬ হাজার টাকার, প্যাসিফিক ডেনিমসের ২১ রাখ ৬০ হাজার টাকার এবং সিমটেক্সের ৬২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস