সাইফ পাওয়ারটেক লিমিটেডের পর্ষদ সভা অনুষ্ঠিত হবে আগামী ১০ নভেম্বর মঙ্গলবার। ওইদিন বিকেল সাড়ে ৩টায় কোম্পানিটির সভা অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সভায় পর্যালোচনা করা হবে কোম্পানিটির গত ৩ মাসের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন। কোম্পানিটি ঢাকা স্টক এক্সচেঞ্জের লিস্টিং রেগুলেশন ১৬(১) অনুযায়ী সভাটি করবে।