সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন একইসঙ্গে কমেছে টাকার পরিমাণে লেনদেনও।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিন শেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮৩৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৩২ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ২০১৭ পয়েন্টে।
দিন ভর লেনদেন হওয়া ৩৪৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৪টির, দর কমেছে ১৮৫টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩৭টির।
ডিএসইতে টাকার পরিমাণে ১ হাজার কোটি ৫২ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১৩৯ কোটি টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ১৩৯ কোটি টাকার।
অপরদিকে, দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৫৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯০৩ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭১টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৮৩টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর। আর ৩৬ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
সান বিডি/এসকেএস