পুঁজিবাজারে বৃহস্পতিবার লেনদেন শুরু হতে যাওয়া এসএস স্টিলের শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) বেড়েছে ৩৩ শতাংশ। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর ১৮) এই মুনাফা বেড়েছে।
বুধবার প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে এসএস স্টিলের নিট মুনাফা হয়েছে ৭ কোটি ৮২ লাখ টাকা বা ইপিএস ০.৩৬ টাকা। যার পরিমাণ আগের বছরের একই সময়ে হয়েছিল ৫ কোটি ৯৬ লাখ টাকা বা ০.২৭ টাকা। এ হিসাবে নিট মুনাফা বেড়েছে ১ কোটি ৮৬ লাখ টাকা বা ৩১ শতাংশ। আর ইপিএস বেড়েছে ০.০৯ টাকা বা ৩৩ শতাংশ।
এদিকে আইপিওতে ইস্যুকৃত ২ কোটি ৫০ লাখ শেয়ার বিবেচনায় কোম্পানিটির প্রথম প্রান্তিকে ইপিএস হয় ০.৩২ টাকা।
কোম্পানিটির ২০১৮ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নিট সম্পদ (এনএভিপিএস) দাড়িঁয়েছে ১৭.২৭ টাকায়। তবে আইপিওতে ইস্যুকৃত ২ কোটি ৫০ লাখ শেয়ার বিবেচনায় এনএভিপিএস দাড়াঁয় ১৬.৫৩ টাকা।
সান বিডি/এসকেএস