বিপিএল উপলক্ষে টিভিএস মোটরসাইকেলের বিশেষ অফার
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০১৯-০১-১৬ ১৬:৫৫:৩১

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উপলক্ষে টিভিএস মোটরসাইকেলের বিশেষ অফার ঘোষণা করেছে টিভিএস অটো বাংলাদেশ।
ঘোষিত এই বিশেষ অফারের আওতায় ৩ থেকে ৬ হাজার টাকা কমানো হয়েছে চারটি মডেলের মোটরসাইকেলের দাম ।
বিপিএলে’র এই অফারে দাম কমেছে টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০, স্ট্রাইকার, মেট্রো প্লাস এবং এক্সেল মডেলের।
অফারে ১ লাখ ৬৮ হাজার ৯০০ টাকায় বিক্রি হচ্ছে ১৬০ সিসির টিভিএস আরটিআর মডেলটির সিঙ্গেল ডিস্ক ব্রেক ভার্সন । ডাবল ডিস্ক ব্রেক ভার্সনের এখনকার দাম ১ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা।
স্ট্রাইকারের বর্তমান দাম ১ লাখ ১৭ হাজার ৯০০ টাকা। মেট্রো প্লাস ড্রাম ভার্সন এখন পাওয়া যাবে ১ লাখ ৩ হাজার ৯০০ টাকায়। একই মডেলের ডিস্ক ব্রেক ভার্সনের বর্তমান মূল্য ১ লাখ ১০ হাজার ৯০০ টাকা।
এন্ট্রি লেভেলের টিভিএস বাইক এক্সএল মডেলটি এখন বিক্রি হচ্ছে ৫৬ হাজার ৯০০ টাকায়।
টিভিএস অটো বাংলাদেশের বিক্রয় কর্মকর্তা নাদিম মাহমুদ এ অফার সম্পর্কে বলেন, ‘দেশে চলছে জনপ্রিয় ক্রিকেট টুর্নামেন্ট বিপিএল। এই উপলক্ষে টিভিএস অটো বাংলাদেশ চারটি মডেলে বিশেষ এ ছাড় দিয়েছে। মডেলভেদে তিন থেকে ছয় হাজার টাকা ছাড় পাবেন ক্রেতারা’।
১৫ জানুয়ারি থেকে শুরু হওয়া এই অফার চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













