স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালেক বলেছেন, স্বাস্থ্য খাতে তেমন কোন অনিয়ম নেই তবে যেগুলো আছে সেগুলোও দূর করা হবে।খুব তাড়াতাড়ি স্বাস্থ্য খাতের সব ধরণের সিন্ডিকেট ও অনিয়মের বিরুদ্ধে শুদ্ধি অভিযান পরিচালনা করা হবে।
বুধবার ১৬ জানুয়ারী মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিকল্পিত ১০০ দিনের কর্মসূচি সম্পর্কিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘প্রতিটি বিভাগীয় শহরেই ১০০ শয্যার ক্যান্সার হাসপাতাল নির্মাণ করা হবে। যে সকল শিশুর বয়স এক বছরের নিচে এবং ৬৫ বছরের ওপরে যে সকল বৃদ্ধ রয়েছে তাদের বিনামূল্যে চিকিৎসা দেয়ার পরিকল্পনা করেছে সরকার।
সব ধরণের হাসপাতালে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে। এ ছাড়া স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতির জন্য একটি ওয়েবসাইট খোলা হয়েছে। সেখানে সারাদেশের জনগণ তাদের অসুবিধার কথা জানাতে পারবেন।
যে সব চিকিৎসা ওয়েবসাইটের মাধ্যমে দরকার তা জানা যাবে। পুরো বিষয়টি মন্ত্রী, তার সচিব এবং মন্ত্রণালয় তদারকি করবে বলে জানান জাহেদ মালেক।