আজ দেশের উভয় পুঁজিবাজারে অভিষেক হতে যাচ্ছে প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেড। অনেক দিন অপেক্ষার পর অভিষেক হতে যাওয়া কোম্পানি নিয়ে আগ্রহের শেষ নেই বিনিয়োগকারীদের। বিনিয়োগকারীদের মনে প্রশ্ন প্রথম দিন কেমন হতে পারে কোম্পানিটির শেয়ারের দর।
দেশের শীর্ষ পর্যায়ের কয়েকটি প্রতিষ্ঠানের গবেষণায় উঠে এসেছে কোম্পানির ভিতর-বাহিরের অবস্থা। তাদের গবেষণায় এর মূল্য ২০ থেকে ২৫ পর্যন্ত হতে পারে। তবে কোম্পানির শেয়ারের মূল্য পুরোটাই নির্ভর করে বিনিয়োগকারীদের আচরণের উপর।
এদিকে, পাবলিক ইস্যু ২০১৫ অনুযায়ী প্রথম দিনে কোম্পানির ১ কোটি ৮৭ লাখ ৫০ হাজার শেয়ার বাজারে লেনদেন হবে। আইন অনুযায়ী প্রথম দিন সাধারণ শেয়ারহোল্ডারদের মাঝে বরাদ্ধ পাওয়া সব শেয়ার এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বরাদ্ধ পাওয়া ৫০ শতাংশ শেয়ার লেনদেন শুরু করতে পারে।
এদিকে কোম্পানি তথ্য মতে, পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকার ৮৫ দশমিক ৭ শতাংশ ব্যয় করা হবে প্লান্ট এবং মেশিনারিজ কিনতে, ১৫ দশমিক ১ শতাংশ বিল্ডিং তৈরি এবং ২০ দশমিক ২০ শতাংশ ব্যয় করা হয়েছে আইপিও বাবদ খরচে।
তালিকাভুক্ত কোম্পানির সঙ্গে তুলনা: তালিকাভুক্ত কয়েকটি কোম্পানির সঙ্গে তুলনা করলে দেখা যায়, এসএস স্টিটিলের উদ্যোক্তা পরিচালকদের কাছে মাত্র ৩২ দমমিক ৩ শতাংশ শেয়ার রয়েছে। যেখানে বিএসআরএমের কাছে আছে ৭০ দমমিক ৬ শতাংশ, জিপিএইচ ইস্পাতের ৪৯ দমমিক ৬ শতাংশ এবং আরএসআরএমের পরিচালকদের কাছে রয়েছে ৪৭ শতাংশ।
অন্যদিকে কোম্পানিগুলোর ডাইলোটেড ইপিএসের (১২ মাসে হবে) দিকে তাকালে দেখা যায়, এসএস স্টিলের ইপিএস ১ টাকা ১৮ পয়সা। যেখানে বিএসআরএমের হবে ৫ টাকা ৪ পয়সা, জিপিএইচ ইস্পাতের ১ টাকা ৮৮ পয়সা এবং আরএসআরএমের হবে ৬ টাকা ৯৭ পয়সা।
অন্যদিকে বর্তমানে বাজারে বিএসআরএমের শেয়ার লেনদেন হচ্ছে ৬৫ টাকা ৮০ পয়সা, জিপিএইচ ইস্পাতের ৩৮ টাকা ৮০ পয়সা এবং আরএসআরএমের শেয়ার লেনদেন হচ্ছে ৫৪ টাকা ৭০ পয়সা।
বছর শেষে এসএস স্টিলের মুনাফা হতে পারে ২৮ কোটি ৯৭ লাখ টাকা। যেখানে বিএসআরএমের হতে পারে ১৮৯ কোটি ৫৩ লাখ টাকা, জিপিএইচ ইস্পাতের ৬৭ কোটি ৭৮ লাখ টাকা এবং আরএসআরএমের হতে পারে ৭০ কোটি ৫৩ লাখ টাকা।