পুঁজিবাজারে তালিকাভুক্ত এসএস স্টিলের লেনদেনের প্রথম দিনে শেয়ার দর বেড়েছে ৪০১ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ১০ টাকা মূল্যের শেয়ারটির দর প্রথম দিনের লেনদেন শেষে ৫০.১০ টাকায় দাড়িঁয়েছে। এক্ষেত্রে দর বেড়েছে ৪০.১০ টাকা বা ৪০১ শতাংশ।
এদিকে প্রথম দিনে এসএস স্টিলের শেয়ারটি লেনদেন শুরু হয় ৫০ টাকা দিয়ে। যা সর্বনিম্ন ৪৪ টাকা ও সর্বোচ্চ ৫৫ টাকায় লেনদেন হয়েছে। আর সর্বশেস ৫০.৭০ টাকায় লেনদেন হয়।
প্রথম দিন কোম্পানিটির ৭৫ লাখ ৩৭ হাজার ৬২৫টি শেয়ার লেনদেন হয়েছে। এসব শেয়ার হাত বদল হয়েছে ১৫ হাজার ২৯৮ বার। এর মাধ্যমে কোম্পানিটির ৩৮ কোটি ১৭ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
জানা গেছে, ‘এন’ ক্যাটাগরিভুক্ত ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হচ্ছে -"SSSTEEL" ও কোম্পানি কোড হচ্ছে - ১৩২৪৫ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কোম্পানিটির স্ক্রিপ আইডি হচ্ছে - ১৬০৩৮ ও স্ক্রিপ কোড হচ্ছে - “SSSTEEL”।
পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের অনুমোদন পাওয়া এসএস স্টিলের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দেয়ার জন্য লটারির ড্র অনুষ্ঠিত হয় গত ২৯ নভেম্বর সকাল সাড়ে ১০টায়, এজিবি কলোনি কমিউনিটি সেন্টার, মতিঝিলে। এর আগে গত ২৮ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত কোম্পানিটির আইপিওতে আবেদন গ্রহণ করা হয়।
এসএস স্টিল পুঁজিবাজার থেকে ২৫ কোটি টাকা উত্তোলনের জন্য ২ কোটি ৫০ লাখ শেয়ার ছাড়ে। এজন্য প্রতিটি শেয়ারের মূল্য নেয়া হয় ১০ টাকা।
কোম্পানিটি যন্ত্রপাতি ও কলকব্জা ক্রয় ও স্থাপন, ভবন নির্মাণ এবং আইপিও খরচ খাতে ব্যয় করতে পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলন করে।
৩০ জুন ২০১৭ পর্যন্ত আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির পুন:মূল্যায়ন ছাড়া নীট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ও পুন:মূল্যায়নসহ নীট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ১৫.৩৫ টাকা। ২০১৭ অর্থবছরে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ১.২০ টাকা। ভারিত গড় হারে ইপিএস হয়েছে ০.৮২ টাকা।
আইপিওতে কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
গত ১৭ জুলাই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন কোম্পানিটির আইপিও অনুমোদন করে।
সান বিডি/এসকেএস