সূচক কমলেও বেড়েছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০১-১৭ ১৫:৪৩:৩৭


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে শেষ হয়েছে লেনদেন। পতন হলেও ডিএসইর লেনদেন ছাড়ালো হাজার কোটি টাকা। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

জানা গেছে, দিন শেষে  ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮২৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩০৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২০০৯ পয়েন্টে।

দিন ভর লেনদেন হওয়া ৩৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১২টির, দর কমেছে ১৯৬টির এবং দর অপরিবর্তীত রয়েছে ৩২টির।

ডিএসইতে টাকার পরিমাণে ১ হাজার ১১ কোটি ৫৬ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ১১ কোটি টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার কোটি টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৭ হাজার ৮৬৭ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৭টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৯০টির, কমেছে ১৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর। আর ৪৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস