ব্লক মার্কেটে লেনদেন ১০ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক আপডেট: ২০১৯-০১-১৭ ১৮:৩৫:১৬


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ১৩ টি কোম্পানির ১০ কোটি ২১ লাখ ৭২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ইনাইটেড ইন্স্যুরেন্স শেয়ার। কোম্পানিটির মোট ২ কোটি ৮৭ লাখ ৯১ হাজার টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

গ্রামীন ফোন ব্লক মার্কেটে লেনদেনের দ্বিতীয় অবস্থানে রয়েছে গ্রামীন ফোন। কোম্পানির ১ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে।

ড্যাফোডিল কম্পিউটার ব্লক মার্কেটে লেনদেনের তৃতীয় অবস্থানে রয়েছে। কোম্পানির ১ কোটি ৬৫ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া ব্রাক ব্যাংক ১ কোটি ৬০ লাখ, বেক্সিমকো ফার্মা ৫০ লাখ ৮২ হাজার, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস ৭ লাখ ৫০ হাজার, ড্রাগন সুয়েটার এন্ড স্পিনিং ১৮ লাখ ৮ হাজার, ইনটেক লিমিটেড ১০ লাখ ৪০ হাজার, প্রগতি ইন্স্যুরেন্স ৩২ লাখ, সায়হাম কটন ৫ লাখ ৩ হাজার, সোনারবাংলা ইন্স্যুরেন্স ২৫ লাখ ৫০ হাজার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ৬০ লাখ ৬১ হাজার এবং ভিএফএস থ্রেড ডায়িংয়ের ১০ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সান বিডি/এসকেএস